মোঃ রাসেল আহাম্মেদ, এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন মানুষ রতনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নবীনগর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন মানুষ রতন এ গাছের চারা বিতরণ করেন।
বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোঃ জাকির হোসেন। সমন্বয়কারী হিসেবে চারা বিতরণ করেন সামাজিক সংগঠন মানুষরতন এর সভাপতি নাজাত মোঃ আব্দুল সাত্তার,সহ-সভাপতি রোস্তম ইউনুছ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মুরাদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হক তৌহিদ।
এসময় বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে রক্ষা করতে বনায়নের কোন বিকল্প নেই। ইভটিজিং,জঙ্গিবাদ, মাদকমুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদেরকে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক কাজ করার আহ্বান জানানো হয়।পরে ছয় শতাধিক বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয় ছাত্র-ছাত্রীদের মাঝে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহনেওয়াজ আলম, খায়রুল আলমসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রী সংগঠনের সদস্য ইব্রাহিম,মোঃ সুজন মাহমুদ,মোঃ হাফেজ শামীম সাদ্দাম, ইমরান রানা ,মোঃ মামুন, সৌরভ, আজহার ,মোঃ আকরাম হোসেন প্রমুখ।