ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ২৮২ বোতল ফেন্সিডিল, ৭ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ সদস্যরা। শনিবার সকালে উপজেলার খিরনাল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, জেলার কসবার উপজেলার খিরনাল এলাকার আব্দুল হানিফ ওরফে কেতনের ছেলে দুলাল মিয়া (৩৫) ও একই এলাকার বসু মুয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২৬)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অভিযান পরিচালনা করে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খিরনাল এলাকার সোনা মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করে র্যাব। আটককৃত ব্যক্তিদের দখলে থাকা ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভেতর রাখা ২৮২ বোতল ফেন্সিডিল, ৭ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৬হাজার টাকা উদ্ধার করেন।
এই ঘটনায় আটকদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।