স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদরাসার শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে উপজেলার হরিপুর সুন্নিয়া দাখিল মাদরাসা শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
হরিপুর সুন্নিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাপ্তান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মোঃ সোহরাব হোসেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদকাসক্তিসহ নানা সামাজিক অপরাধ থেকে যুব সমাজকে বাঁচাতে হলে প্রয়োজন নৈতিক শিক্ষা। আর নৈতিক শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে মাদরাসা শিক্ষা ব্যবসা। সরকার মাদরাসার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে।
সমাবেশ পরিচালনা করেন শিক্ষক জালাল হোসেন। সমাবেশে মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।