মুুহাম্মদ আলী আশরাফ
শিশুকালটা পার হলো সাঁই
খেলে নানান খেলা,
যৌবনকালে রাজারহালে
ফুরিয়ে গেলো বেলা।
সৃষ্টির সেরা মানুষ হয়েও
করছি বাজে কর্ম,
করলাম না হায় এ দুই কালে
পূৃর্ণ পালন ধর্ম।
বৃদ্ধকালে এসে এখন
ভুল-ই করলাম বুঝি,
কেমন করে মাফ পাওয়া যায়
সে পথ এখন খুৃঁজি।
খোঁজার পরে মনে ধরে
আজ মোনাজাত করি,
কেঁদে-কেঁদে মোনাজাতে
কুদরতি পায়ে ধরি।
মাফ করে দাও মহান মালিক
তুমি দয়া করে,
শান্তি যেনো মিলে আমার
মরে যাবার পরে।