স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যানিধি পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে মুসল্লিরা।
শনিবার দুপুরে শহরের কুমারশীল মোড়ে মদিনা মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মদিনা মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধন চলাকালে মদিনা মসজিদ কমিটির সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক এহসান উল্লাহ মাসুদ ও রহিছ মিয়াসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, অবৈধভাবে ঐতিহ্যবাহী বিদ্যানিধি পুকুর ভরাট করে ভবন নির্মান, আইন অমান্য করে মসজিদ ঘেঁষে চেম্বার অব কমার্সের ভবন নির্মাণ করা হচ্ছে।
এতে মসজিদের বিভিন্ন অংশে ফাটল ধরায় মসজিদটি হুমকির মুখে পড়েছে। তারা অবিলম্বে মসজিদ রক্ষায় জেলা প্রশসনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কমনা করেন।