এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পারভেজ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার দিবাগত মধরাতে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শশই এলাকায় সিলেট থেকে আসা চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের চালক পারভেজ ঘটনাস্থলেই নিহত হন।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।