Advertisement

ব্রাহ্মণবাড়িয়া আদালতপাড়ায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০১৬।

স্টাফ রিপোর্টার,

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গুর ভাইরাসরোধে পৌরসভার পক্ষ থেকে গত ২৫ জুলাই থেকে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় আদালত পাড়ায় মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্যাট মোঃ মাসুদ পারভেজ, পৌরসভার সচিব মোঃ শামছুদ্দিনসহ জেলা জজশীপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম সাংবাদিকদের জানান, ডেঙ্গু জ্বরের প্রভাব মোকাবেলায় পৌরসভার ভূমিকা প্রশংসনীয়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার সচিব মোঃ শামছুদ্দিন জানান, পৌরসভার উদ্যোগে আগামী ৩১ জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলার কথা রয়েছে তবে পৌর এলাকায় লক্ষ পূরণ না হওয়া পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে।

তিনি বলেন, পৌরসভার শ্রমিকেরা আদালত পাড়ায় মশার ঔষধ ছিটানোর পাশপাশি আর্বজনা এবং আগাছা অপসারন করেছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com