মোঃ রাসেল আহাম্মেদ,এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রেজিয়া বেগম-(১৬) নামে এক রোহিঙ্গা কিশোরী আটক হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে জেলা পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মোঃ জামাল হোসেন তাকে আটক করে সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক রেজিয়া বেগম কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং ক্যাম্পের হামিদ মাঝির ব্লকের রশীদ আহমেদের কন্যা।
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মোঃ জামাল হোসেন জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ওই কিশোরী ঢাকার একটি ভূয়া জন্মসনদপত্র নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট অফিসে আসেন। তার জন্মনিবন্ধন ভূয়া হওয়ায় ও অন্যান্য কাগজপত্র সঠিক না থাকায় এবং তার কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় আমাদের কাছে রোহিঙ্গা বলে সন্দেহ হয়। পরে সন্ধ্যায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গতকাল বুধবার সকালে আটক কিশোরীকে পুলিশী প্রহরায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।