নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সভাপতি ডা. মেজবাহউদ্দিন চৌধুরী। সংঠনের সভাপতি ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম, ড্যাবের উপদেষ্টা ডা. আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আকতার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এটা চিরন্তন সত্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গেছেন তখন তার বাসায় একটি স্যুটকেস পাওয়া যায় নাই কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তখন তার হেলিকপ্টারে ১৪ টি ব্রিফকেসে করে মালামাল নিয়ে পালিয়ে যায়। এই হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য।
পরে দোয়া ও মিলাদ মাহফিল শেষে ২৫০ জন দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।