Advertisement

নতুন সাধারন ও স্থায়ী সদস্য অন্তর্ভূক্তকরণ ও নতুন কম্পিউটার সংযোজিত আইটি শাখার উদ্বোধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৪১।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সাধারন ও স্থায়ী সদস্য অন্তর্ভূক্তকরণ পত্র প্রদান ও নতুন কম্পিউটার সংযোজিত আইটি শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।

এতে প্রেসক্লাবের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাংবাদিকদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রেসক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করতে কম্পিউটার সমৃদ্ধ আইটি শাখার উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্বনামধন্ন প্রতিষ্ঠানের কর্মরত সাংবাদিকদের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। একইসাথে জেলা প্রেসক্লাবের যারা সদস্য ছিলেন তাদেরকে স্থায়ীভাবে সদস্য করা হয়।

বক্তারা গঠনতন্ত্র অনুযায়ী সকল সদস্যদের তাদের কার্যক্রম পরিচালনার জন্য আহবান জানান। পরে নতুন সদস্য হিসেবে দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার মোঃ শাহদাৎ হোসেন, ডেইলি এশিয়ান এইজ এর জেলা প্রতিনিধি আশিকুর রহমান মিঠু, গাজি টেলিভিশণের জেলা প্রতিনিধি জহির রায়হান, আর টিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ, এস এ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ এবং মাছরাঙা টেলিভিশণের জেলা প্রতিনিধি আশেক মান্নান হিমেলকে সাধারণ সদস্য হিসেবে পত্র প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৩৬ জন সদস্যকে স্থায়ী সদস্যের পত্র দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com