Advertisement

মানবতার রাজনীতি ছাড়া মানব জীবনে কোন বৈধ রাজনীতি নেই – আল্লামা ইমাম হায়াত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৫।

নিউজ ডেস্ক,

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার পক্ষে মানবতা রাজনীতি গ্রহণ করতে হবে। মানবতার রাজনীতি ছাড়া মানব জীবনে আর কোন বৈধ রাজনীতি নেই। কল্যাণের রাজনীতি নেই। অধিকার স্বাধীনতা রাজনীতি নেই।

তিনি শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বালু মাঠে ইনসানিয়া জেলা শাখা আয়োজিত মহাসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, মানবতার রাজনীতি ছাড়া সব রাজনীতি জীবন স্বাধীনতাকে ধংস করার অধিকার হরণ করার লুটতরাজের, খুন, জুলুমের, মিথ্যা রাহবার রাজনীতি। আমরা সেগুলোকে সমর্থন করতে পারি না। সামনে নির্বাচন আসছে, আমাদেরকে বুঝতে হবে ভোটের সাথে ঈমান জড়িত। আমরা ঈমানদার হিসেবে মিথ্যা জুলুমকে ভোট দিতে পারি না। আমি মানুষ হিসেবে মানবতা বিরোধী অপরাধনীতিকে, বস্তুবাদকে, অধর্ম ও উগ্রবাদকে ভোট দিতে পারি না। ইনসানিয়াতকে ভোট দেওয়া আল্লাহ রাসুলের পক্ষে থাকা। ইনসানিয়াতকে ভোট দেয়া, কারবালার পক্ষে ভোট দেয়া। সব মানুষকে দ্বীনকে রক্ষা করার পক্ষে ভোট দেয়া, নিজের জীবনের অধিকার, স্বাধীনতার রক্ষা করা। ইনসানিয়াত কে ভোট দেয়া মানে নিজেকে রক্ষা করা। আগামী নির্বাচনের তিনশো আসনে ইনসানিয়াতকে ভোট দিয়ে ইনসানিয়াত রাষ্ট্র প্রতিষ্ঠা করে বাংলাদেশকে অবলম্বন করা। বাংলাদেশের উসিলা করে সারা দুনিয়াকে মানবতার দুনিয়ায় পরিণত করতে হবে। সত্য মানবতার ধারাকে বিজয়ী করতে হবে। মিথ্যা এবং জুলুম অবিচার ধ্বংসযজ্ঞকে দূর করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট হাদিস বিশারদ ও তফসিরকারক আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহসহ কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে দুপুরের পর থেকেই সমাবেশ স্থলে বিপুলসংখ্যক নারী পুরুষ সহ কেন্দ্রীয় এবং জেলা ইনসানিয়াত বিপ্লবের নেতা-কর্মীরা উপস্থিত হন।

 

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com