Advertisement

আইনজীবী সমিতির কার্যালয়ে ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন, আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯৮।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ সভাকে কেন্দ্র করে আইনজীবী সমিতির সাধারন সম্পাদকের কক্ষে হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সমিতির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিনিয়র আইনজীবী এডভোকেট শফিকুল ইসলাম বলেন গত রবিবার একটি সালিশ সভাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

তিনি লিখিত বক্তব্যে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী একটি সালিশের মাধ্যমে যৌতুকের বিষয়টি মীমাংসার নির্দেশ দেন। এই সালিশে এক পক্ষ উপস্থিত থাকলেও অন্য পক্ষ আসতে সন্ধ্যা হয়ে যাওয়ায় পরবর্তী তারিখ নির্ধারণের জন্য বলেন। এ সময় সালিশে উপস্থিত জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আতাউল্লাহ ও তার সঙ্গে আসা অন্যরা এ মুহূর্তেই সালিশটি করতে হবে বলে চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে আতাউল্লাহ ও তার সঙ্গীরা আইনজীবীদের উদ্দেশ্যে গালমন্দ করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মুলত একটি অনাকাঙ্কিত ঘটনা।

এছাড়াও তিনি বলেন, মোঃ আতাউল্লাহ বিচার বিভাগ নিয়ে মন্তব্য করে আদালত অবমাননা করেন। এ ঘটনায় আইনজীবীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস সরকার, পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফখরু উদ্দিন আহমেদ, সহ বারের সিনিয়র আইনজীবীরা। এদিকে আদালত প্রাঙ্গণে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com