Advertisement

বাল্যবিয়ে প্রতিরোধে সরাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯৪৯।

স্টাফ রিপোর্টার,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার সকালে বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ব্রিটিশ কাউন্সিল প্লাটফর্মস ফর ডায়ালগ প্রকল্পের বাস্তবায়নে উপলদ্ধি সমাজ কল্যাণ সমিতির সহায়তায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপলদ্ধি সমাজ কল্যাণ সমিতির সভাপতি সঞ্জিব কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা।

ম্যাপ সদস্য মোঃ মজিদ বক্সের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শফিকুল ইসলাম কানু, ডিএফ সুশান্ত দে রায়, সাবেক প্রধান শিক্ষক সুবিমল ধর অনু, মাওলানা আমান উল্লাহ, মাওলানা মাইনুল ইসলাম , বিয়ে নিবন্ধনকারী (কাজী) মোঃ আনোয়ার হোসেন ও হিন্দু সম্প্রদায়ের বিয়ে নিবন্ধনকারী অসিম দেব।

মতবিনিময় বাল্য বিয়ে প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। সভায় স্থানীয় কাজী, ইমাম, ঘটক, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের লোকজন অংশ গ্রহন করেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com