নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৭২ হাজার ৫শত টাকার জাল নোটসহ মোঃ রুবেল মিয়া-(৩০) ও মোঃ ইমন মিয়া-(২৩) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে উপজেলার ভূইশ্বর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ মিডিয়া উইংস,ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল মিয়া ভূইশ্বর গ্রামের নাসির উদ্দিনের ছেলে এবং ইমন মিয়া একই উপজেলার অরুয়াইল গ্রামের আলী হোসেনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভূইশ্বর গ্রামে শওকত মিয়ার বাড়ির ভাড়া ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুবেল ও ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে তল্লাসী করে ৭২হাজার ৫শত টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।