Advertisement

আশুগঞ্জে সবুজ প্রকল্পের সেচ চালুর দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৭।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে সবুজ প্রকল্পের সেচ চালুর দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে শহরের পৌর মুক্ত মঞ্চে বাংলাদেশ কৃষক সমিতির জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন।

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সাজিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির জেলা শাখার সভাপতি এম.এ রকিব, জেলা কমিউনিস্ট পার্টির সাধারাণ সম্পাদক এডভোকেট সৈয়দ মোঃ জামাল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অনতিবিলম্বে আশুগঞ্জ সবুজ সেচ প্রকল্প বাস্তবায়ন করুন অন্যথায় বাংলাদেশের সাথে পূর্বাঞ্চলীয় যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হবে। এ বাংলাদেশের ২০ কোটি মানুষকে খাদ্য যোগান দেয় আমাদের কৃষক। কৃষক যদি ফসল উৎপাদন বন্ধ করে দেয় এই সাহেবদের কোন ব্যবস্থা থাকবে না, বিদেশ থেকে বেশী দামে চাউল কিনে এনে সেটা খেতে হবে। কৃষকদের প্রতি কারো নজর নেয়, বিভিন্ন সময় সরকার এসেছে আমরা সরকারের কাছে বিভিন্ন দাবী তুলে ধরেছি। আশগঞ্জ সেচ প্রকল্পে ১লাখ ২০ হাজার বিঘা জমি চাষ করা হয়। ফোরলেনের কারণে সরকার এই সেচ প্রকল্পটি বন্ধ করে দিয়েছে। এটিকে বন্ধ করার প্রতিবাদে আমরা কৃষকদের সাথে নিয়ে গত ৬ বৎসর ধরে এই সেচের পানি পাওয়ার জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছি।

বক্তারা আরো জানান, কৃষি উপকরণের দাম কমিয়ে সকল ফসল লাভজনক দাম দিতে হবে। প্রত্যেক ইউনিয়নে ধানের সরকারি ক্রয় কেন্দ্র চালু করে গ্রামে গ্রামে রেশনিং ব্যবস্থার চালুর দাবী জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com