Advertisement

আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচন দিতে হবে – বিএনপি নেতা সেলিম ভুঁইয়া

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩০।

নিউজ ডেস্ক,

একাংশের নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া। যদিও সম্মেলনে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।

প্রধান অতিথির বক্তব্য বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূইয়া অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ নির্বাচন চায়। তাই আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি এই সরকারকে সব ধরনের সহযোগিতা করছে ।

তিনি বলেন, বিএনপি যারাই আঘাত করেছে তাদের পতন হয়েছে। বিএনপিকে নিয়ে কোন ষড়যন্ত্র করলে নেতাকর্মীরা তাম মেনে নিবে না। দ্রুত নির্বাচনের মাধ্যমে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় এলে দেশে আবারও শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। তবে ১৪৪ ধারা জারির ফলে সম্মেলনের পূর্বনির্ধারিত স্থল বাঞ্ছারামপুর উপজেলা সদরের এস. এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন করতে পারেনি আয়োজকরা।

সম্মেলনে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদের সভাপতিত্বে অতিথি ছিলেন রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম।

সম্মেলন শেষে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশকে সভাপতি ও বর্তমান কমিটির সদস্য সচিব এ. কে. এম মুসাকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com