নিউজ ডেস্ক,
বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানে গণমাধ্যম ও অংশীজনের ভূমিকা বিষয়ে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের আয়োজনে ও জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
এ সময় তথ্য অফিস চট্টগ্রামের উপ-প্রধান মীর হোসেন আহসানুল কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রুহুল আমিন, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসসহ প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্ত যাতে বৃথা না যায় সেদিকে সকলকে লক্ষ্য রেখে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে গণমাধ্যমকে এ বিষয়ে ব্যাপক ভুমিকা রাখতে হবে। নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যম কর্মীদের নির্ভীক, সততা ও বস্তুনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করতে হবে।