নিউজ ডেস্ক,
পূর্ব বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আট দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৮টি অবিস্ফোরিত ককটেল, ৩৬টি দেশীয় অস্ত্র ও ৪টি হেলমেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মো: জসিম উদ্দিন,জহিরুল মোল্লা, মো: জাহাঙ্গীর মিয়া, মো:রনি, মো: শামীম, আব্দুল রাফি, মো: মানিক মিয়া, মনির হোসেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোছাইন জানান, দুপুর থেকে সদর উপজেলার বড়হরণ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ থেমে থেমে সংঘর্ষে চলছিল। এতে উভয় পক্ষের ৩০ থেকে ৪০টি বাড়িঘর হামলা ভাংচুর ও লুটপাটের স্বীকার হয়। সংঘর্ষ চলাচলে অনেকেই গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে আটজনকে আটকসহ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ গ্রামে উমেদ গ্রুপ ও এলেম গ্রুপের জাকিরের নেতৃত্বে আতিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা চলছে।