নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়া শহরের চিহ্নিত সন্ত্রাসী ও জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন মিয়া-(৪৮) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার রাতে তাকে শহরের মধ্যপাড়া থেকে সেনাবাহিনী ও র্যাবের একটি যৌথ দল গ্রেপ্তার করে।
শুক্রবার (১৯ অক্টোবর) রাতে গণমাধ্যম কর্মীদের কাছে যৌথবাহিনীর পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড কার্তৃজ এবং কার্তুজের একটি খোসা পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মুসলিম মিয়ার ছেলে। সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক এজিএস।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জেলা শহরের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘর তল্লাশী করে ১টি পিস্তল, ১টি খালি কার্টিজ এবং ৩ রাউন্ড এ্যামোঃ (গুলি) উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় সুমন মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।