নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য ডাঃ আশীষ কুমার চক্রবর্তীর নিজ বাড়ীতে সরাইল উপজেলা উচালিয়াপাড়ায় সার্বজনীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে জামজমকপূর্ণভাবে মহাসপ্তমী পালিত হয়। আর কাঁসার বাদ্যে দেবীর বোধন পূজার মধ্য দিয়ে আগামীকাল (শুক্রবার) মহাষ্টমী পালিত হবে।
সরাইল উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে পূজায় দর্শনার্থীদের নিমন্ত্রণ জানিয়েছেন ডাঃ আশীষ কুমার চক্রবর্তী । স্বর্গীয় আশুতোষ চক্রবর্তীর বাড়ির আয়োজনটি বিগত ১৪ বছর যাবৎ এ অঞ্চলের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে প্রতি বছরের ন্যায় এবারো পূজায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
উল্লেখ্য, ভারতের দিল্লিভিত্তিক সংগঠন নরায়ণী নমস্তুতে দুর্গাপূজা এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৩ এর সেরা প্রতিমা পুরস্কার পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা। পূজা উদযাপন পরিষদের সভাপতি পার্থ চক্রবর্তী, সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তীর হাতে সম্মাননা ক্রেস্ট-সার্টিফিকেট তুলে দেন নারায়ণী নমস্তুতে বাংলাদেশের প্রধান এবং এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী।
স্বর্গীয় আশুতোষ চক্রবর্তীর বাড়িতে দুর্গোৎসবের আয়োজন করে উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ। প্রতিবারের মতো এবারও বর্ণিল ম্যাগাজিন প্রকাশিত হয়।