Advertisement

নাসিরনগরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৬৬।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেক কাটা ও আলোচনা সভায় “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন, নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈনুদ্দিন ভূইয়া, নাসিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সালেম, নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দাস, নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, সাংবাদিক এসএম বদিউল আশরাফ মুরাদ মৃধা প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, আমাদের কন্যারা এখন সর্বক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে এগিয়ে যাচ্ছে। একই রকম সুযোগ-সুবিধা দেয়া হলে, ছেলেদের চেয়ে মেয়েরা ভালো পারফর্ম করে। আমরা আশা করব নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com