নিউজ ডেস্ক,
দাবি আদায়ে আবারও উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ২ দফা আদায়ে এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: জসিম উদ্দিন মুন্সীর গালিগালাজের প্রতিবাদে গণগালির জন্য গণজমায়েত কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।
কর্মসূচিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা ৪৭ বছর ধরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক বঞ্চনার শিকার। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সকল অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করণের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আন্দোলনের প্রেক্ষিতে আমাদের ২ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলাম। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ দাবিসমূহ মেনে না নিয়ে সময়ক্ষেপণ করে যাচ্ছে।
কর্মকর্তা কর্মচারীরা আরো বলেন, ইতোমধ্যে দেশের লোড শেডিং এর ভোগান্তি তীব্র আকার ধারণ করায় জনৈক গ্রাহক পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যোগাযোগ করলে বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন মুন্সী সমিতির জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজারকে গালিগালাজ করার পরামর্শ দেন।
কর্মসূচিতে কর্মকর্তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরে ২ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান ও জসিম উদ্দিন মুন্সীর এরকম অপেশাদার আচরণের প্রতিবাদ করেন।