Advertisement

পদত্যাগ করেছেন আখাউড়ার জাহানারা হক মহিলা কলেজের বিতর্কিত অধ্যক্ষ তানিয়া আক্তার

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৪৮।

নিউজ ডেস্ক,

অবশেষে পদত্যাগ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার জাহানারা হক মহিলা কলেজের বিতর্কিত অধ্যক্ষ তানিয়া আক্তার। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে কলেজের কলেজ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

তানিয়া আক্তার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজলের স্ত্রী। কলেজের প্রতিষ্ঠাতা তানিয়া আক্তারের স্বামী তাকজিল খলিফা কাজল। কলেজটি সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মায়ের নামে প্রতিষ্ঠিত। কলেজে পরিচালনা কমিটির সভাপতি ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি জাহানারা হক মহিলা কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ শাহজাহান মিয়া মারা যান। ওই সময় তানিয়া আক্তার কলেজের সহকারী লাইব্রেরিয়ান ছিলেন। কলেজে ১১জন প্রভাষক ছিলেন। এরপর কলেজ পরিচালনা কমিটি কমিটি জেষ্ঠ্যতার ভিত্তিতে কোনো প্রভাষককে অধ্যক্ষের দায়িত্ব না দিয়ে লাইব্রেরিয়ান তানিয়া আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়।

এ নিয়ে প্রভাষকদের মাঝে অসন্তোষ থাকলেও এতোদিন তাদের কেউ মুখ খুলতে পারেননি। ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এনিয়ে কলেজের শিক্ষকরা সোচ্চার হন। বিষয়টি তারা কলেজের কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।

এদিকে সরকারের পরিবর্তনের পর তৎকালীন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল পালিয়ে যান। ৫ আগস্ট সন্ত্রাসীরা মেয়রের বাড়ি ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এর পর থেকে তানিয়া আক্তারও আর কলেজে আসেননি। তবে শেষ পর্যন্ত সমালোচনার মুখে অসুস্থতার কথা বলে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন। গত মঙ্গলবার এ তাঁর পদত্যাগ সংক্রান্ত একটি কাগজ কলেজে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহির সাথে বুধবার দুপুরে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com