নিউজ ডেস্ক,
বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের এমপি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ আগস্ট) দুপুরে শুনানী শেষে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪র্থ আদালত তাকে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ সময় আদালতে আসামীর পক্ষের কোন আইনজীবী উপস্থিত ছিলনা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে অ্যাড. কামরুজ্জামান মামুন, তারিকুল ইসলাম রোমা সহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হলে আইনজীবীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এবি তাজুল ইসলাম এর ফাঁস দাবী করে বিভিন্ন শ্লোগান দেয়।
কোর্ট ইন্সটেক্টর দিদারুল ইসলাম জানান, গতকাল ঢাকা থেকে আটকের পর আজ দুপরে আদালতে উপস্থিত করে ১০ দিনের নিমান্ড চাওয়া হলে শুনানী শেষে আদালত ৯ দিনের মঞ্জুর করে।
উল্লেখ্য ২০২২ সালের ১৯ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা সদরে নয়নকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।