নিউজ ডেস্ক,
৫ই আগস্ট দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা, মন্দির, বাড়ি-ঘর ও দোকানপাট ভাংচুর লুটপাট এবং অগ্নিসংযোগের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে সনাতনী শিক্ষার্থী ঐক্য এবং সুশিল সমাজ নাগরিকবৃন্দের উদ্যেগে এ কর্মসূচী পালিত হয়।
এতে উত্তম কুমার মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজু দেবনাথ, সুজিত বিশ্বাস, রিদিমা শর্মা, নিখিলেশ দাস, শ্রাবণ দাস, ফালগুনী বর্দ্ধন, শুভেপু চক্রবর্তী, সৃজন রায়, বিজয় দেবনাথ, হৃদয় বিশ্বাস প্রমুখ।
এ সময় বক্তারা মন্দিরসহ জান-মাল রক্ষার্থে মুসলিম সম্প্রদায়ের সকলে এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংখ্যালঘুরাও এ দেশের নাগরিক। তবে রাজনৈতিক প্রেক্ষাপটকে ইস্যু করে বিভিন্ন সময়ই সংখ্যালুঘুদের উপর হামলা হয়ে থাকে। জান-মাল রক্ষার্থে পাহাড়া বসাতে হয়। বক্তারা এসব হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি’সহ সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।