নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার শান্তি-সম্প্রীতি বজায় রাখার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান ও অনুরোধ করেছেন বিএনপির নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। শনিবার (১০ আগস্ট) বিকেল ৬টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।
এ সময় ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন ধরনের হুমকি বা নিরাপত্তাহীনতায় ভুগলে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের দলের নেতাদেরকে জানাবেন।
তিনি আরো বলেন, গত ১৫ বছরে আমি ও আমার দলের নেতা-কর্মীরা জুলুম-নির্যাতনের শিকার হয়েছি, যা আপনারা অবগত আছেন। কিন্তু আমি ও আমার দল কোন ধরনের প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনা।
তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসকের পতন হওয়ার পর জনতার ঐতিহাসিক বিজয়ের আনন্দে কিছু সুযোগ-সন্ধানী অপশক্তি বিভিন্ন রকমের সংঘাত, ভাংচুর, লুটতরাজ, চাঁদাবাজিসহ নানা ধরনের অপকর্ম করেছে। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবও ভাংচুর করা হয়। আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আশ্বস্ত করতে চাই আমি ও আমার দলের নেতা-কর্মীরা এধরনের অপকর্ম সমর্থন বা প্রশ্রয় দেইনা। ব্রাহ্মণবাড়িয়াবাসীর জানমাল রক্ষার দায়িত্ব আমাদের। বর্তমান পরিস্থিতিতে কোন সংখ্যালঘু, ব্যবসায়ী, চাকুরিজীবি বা ভিন্নমতের রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি ছাত্র-জনতার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মীর মুগ্ধসহ সারা দেশে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহত ছাত্র-জনতার দ্রæত আরোগ্য কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভূঁইয়া খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হক, শহর বিএনপির সাবেক আহবায়ক জসিম উদ্দিন রিপন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।