নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে স্বাগত জানাতে এসে পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সমর্থকদের হামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নসহ কমপক্ষে ৫জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে আখাউড়া সড়ক বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ লোকজন দিক-বেদিক ছুটতে থাকে।
হামলায় আহত নেতা-কর্মীরা জানান, উপজেলা পরিষদ নির্বাচনের পর আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি তার নিজ নির্বাচনী এলাকা আখাউড়ায় আসেন। মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তাকে স্বাগত জানানোর জন্যে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান নেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনির হোসেন।
এ সময় মন্ত্রীকে স্টেশন এলাকায় স্বাগত জানানোর চেষ্টাকালে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মুরাদ হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহাবউদ্দিন বেগ শাপলুর নেতৃত্বে একদল লোক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নের উপর অতর্কিত হামলা করে। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ও ছাত্রলীগ সাধারন সম্পাদক নয়নকে দলীয় নেতা-কর্মীরা ব্যারিকেড সৃষ্টি করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এসময় রেলওয়ে স্টেশন ও সড়ক বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।
হামলার জন্য আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল এবং তার সমর্থকদের দায়ী করেন হামলার শিকার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ আহত দলীয় নেতা-কর্মীরা।
হামলার শিকার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন জানান, উপজেলা নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে মেয়র মো: তাকজিল খলিফা কাজল, আমার সাথে প্রতিদ্বন্ধিতাকারী পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ মুরাদ হোসেন এবং পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলুর নেতৃত্বে¡ এই হামলা হয়। আমরা আমরা বিষয়টি আইন মন্ত্রীকে অবহিত করেছি।
ঘটনা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ন্ত্রণ করেছে। যার কারণে বড় ধরনের কিছু ঘটেনি। যে কোন অপ্রীতিকর ঘটনার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।
এদিকে দলীয় নেতা-কর্মীদের সংর্ঘষের বিষয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি সুষ্ঠুভাবে উভয় পক্ষের সাথে বসে সুরাহা করবেন।
এ ব্যাপারে আখাউড়া পৌর সভার মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল বলেন, বিষয়টি আমি জানিনা। শুনেছি পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মুরাদ হোসেন ও তার সমর্থকদের সাথে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মনির হোসেন ও তার সমর্থকদের ধাক্কা-ধাক্কি হয়েছে।