নিউজ ডেস্ক,
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) বিকেলে শহরের লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর বৈরী সময়ে সমঝোতা ও ঐক্যের প্রতিক হিসেবে, বাঙ্গালী জাতির আশা-আকাঙ্খার প্রতীক হিসেবে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে পদার্পন করেছিলেন। প্রায় ৩৪ বছর বয়সে তিনি বাঙ্গালী জাতি ও আওয়ামীলীগের দায়িত্ব কাঁধে নিয়ে বারবার তিনি মৃত্যুর মুখোমুখি হয়েও জনগণের স্বার্থ রক্ষার আন্দোলনে পিছপা হননি। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আসার কারণেই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। ১৯৭৫ এর খুনীদের বিচার হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং উন্নয়নের নেতা হিসেবে নিজেকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। আজকে প্রতিষ্ঠালগ্নে যাদের ত্যাগের কারণে আওয়ামীলীগ গঠন হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল রবিাবর বিকেল ৩টায় বঙ্গবন্ধু স্কয়ারে মহাসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। অনুষ্ঠানে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতাদেরকে আজীবন সম্মাননা জানানো হবে।