নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশ্ব বিখ্যাত সুর সম্ম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র প্রখ্যাত সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খাঁনকে নাগরিক সংবর্ধনা ও শাস্ত্রীয় সঙ্গীতের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে নবীনগরের কথা তৃতীয় বর্ষ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট রিজিওয়ন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। এতে মূখ্য আলোচক ছিলেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।
অনুষ্ঠানে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শেখ জসীম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু।
আলোচনা সভাশেষে প্রখ্যাত সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খাঁনের পরিবেশনায় একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ সময় তার সরোদের সুরের মূর্ছনায় উপস্থিত অতিথিরা মুগ্ধ হন।