মোঃ রাসেল আহমেদ, এনবি ডেক্সঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সিদ্ধান্ত অমান্য করে নিজেদের মনগড়ামতো টিভি চ্যানেল সম্প্রচার করার অপরাধে ৪ ক্যাবল নেটওয়ার্ক অপারেটরকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সদর ও মোঃ জুবায়ের হোসেনের নেতৃত্বে আশুগঞ্জ উপজেলায় পৃথক এই ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।
দন্ডপ্রাপ্ত ক্যাবল অপারেটররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের এস.স.বি ক্যাবল নেটওয়ার্ক ও সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকার তুহিন ক্যাবল নেটওয়ার্ক, আশুগঞ্জ উপজেলার চর-চারতলা ইউনিয়নের আশুগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক এবং একই উপজেলার সোনারামপুর সাগর ক্যাবল নেটওয়ার্ক।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে জেলা তথ্য অফিসার মোঃ আসাদুজ্জামান কাউসার, সহকারী জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, বিটিভি ব্রাহ্মণবাড়িয়া উপকেন্দ্রের ইনচার্জ সালমা সুলতানা উপস্থিত ছিলেন।