Advertisement

নবীনগরে ইটভাটাকে মোবাইল কোর্টের জরিমানা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৬৫।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপ‌জেলার বগডহর এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৪ এপ্রিল) জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী প‌রিচালক বিসল চক্রবর্ত্তী এবং বাংলা‌দেশ পু‌লিশ বা‌হি‌নী, আসনার বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

মোবাইল কোর্টে মেসার্স জনতা ব্রিকস নাম এক ইটভাটাকে ১ টি মামলায় ৫,০০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং একই সা‌থে আরও ৪ টি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ ( সংশোধিত ১০১৯) মেনে ভাটা পরিচালার বিষয়ে সতর্ক করা হয়।

ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী জানান, প‌রি‌বেশ অধিদপ্তর কর্তৃক এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com