নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক মামলার পলাতক চার চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) ভোর রাতে পৌরশহরের দক্ষিণ পৈরতলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, পৌর এলাকার গোকর্ণঘাটের মোঃ আলম মিয়া (৩২), সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের আবুল কালাম (২৬), পৌর এলাকার নয়নপুর গ্রামের রমজান মিয়া (২৭) ও পাইকপাড়ার মোঃ শাহজাহান মিয়া (৩৭)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, এরা শহরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।