নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পথ দেখানোর কথা বলে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ ফারুক মিয়া-(৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা জেলার হোমনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফারুক মিয়া বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া উত্তর হাটির মৃত শাহজাহান মেম্বারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে ওই শিশু তার বান্ধবীর নানার বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে সে বান্ধবির নানার বাড়ির পথ হারিয়ে ফেলে। পথিমধ্যে ফারুকের সাথে ওই শিশুর দেখা হয়। ফারুক শিশুটিকে তার বান্ধবীর নানার বাড়ি চিনিয়ে দেয়ার কথা বলে ভুরভুরি এলাকার মনু মিয়ার বাড়ির পাশের ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে গিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। লোক লজ্জার ভয়ে শিশুর পরিবারের সদস্যরা প্রথমে কাউকে বিষয়টি অবহিত করেনি। পরে স্থানীয়দের মাধ্যমে শিশুর মা বাদী হয়ে ৯ মার্চ বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা করলে পুলিশ রাতেই অভিযুক্ত ফারুককে গ্রেপ্তার করে।
তিনি বলেন, রোববার দুপুরে ফারুককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।