নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রান্তিক শিশুদের অধিকার, উন্নয়ন ও মননশীলতা বিকাশের লক্ষ্যে “মিট দ্যা চিলড্রেন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) সকালে “মোয়াজ্জেম সেন্টার” বাংলাদেশের উদ্যোগে জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১৫০ জন শিক্ষার্থীকে নিয়ে বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন তরঙ্গ অফ কেলিফোনিয়ার বাংলাদেশের প্রধান সমন্বয়কারী মোঃ আরিফ ইকবাল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওতাদ হোসেন খাঁন, সাবেক প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান চৌধুরী, শিক্ষানুরাগী মোঃ মাহবুবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, মোঃ শহীদ মাষ্টার, বিপ্লব দেব প্রমুখ। দিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার ও লিডারশীপ ট্রেইনার মো: এখলাছ উদ্দিন।
কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা পরিকল্পনা, খেলাধুলা, বিজ্ঞান চর্চা, সাংস্কৃতিক চর্চা ও সৃষ্ঠিশীল বিভিন্ন কার্যক্রমের উপর আলোকপাত করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নাসিরনগর এগ্রো লিমিটেড, এল.এইচ.সি এম ফাউন্ডেশন ও দ্যা মোনাদি ফাউন্ডেশন।
কর্মশালায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নীতিশ চন্দ্র দাস, এল.এইচ.সি এম ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মাসুদ রানাসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।