এনবি প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে ১১৫ বোতল ফেন্সিডিল এবং ২৬ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাশগাড়ি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বাশগাড়ি গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ হৃদয় হোসেন প্রকাশ এলাহী-(১৯) এবং জগন্নাথপুর গ্রামের মোঃ কামরুল মিয়ার ছেলে কালাম প্রকাশ সবুজ-(১৮)। এ সময় তাদের কাছ থেকে ১১৫ বোতল ফেন্সিডিল, ২৬ ক্যান বিয়ার এবং মাদক বিক্রির ১হাজার ৮১৫টাকা উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর র্যাব ক্যাম্পে র্যাব ১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, উদ্ধারকৃত মাদকের মূল্য ২ লাখ ৪২হাজার ৮১৫ টাকা। এ ঘটনায় বাঞ্চারামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।