নিউজ ডেস্ক,
বাংলাদেশ-ভারত মৈত্রী সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরশহরের কাউতলি স্বপ্নতরী কনভেনশন হলে বাংলাদেশ-ভারত মৈত্রী সংসদ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
এতে প্রধান অতিথি ছিলেন ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সভাপতি ড. দেবব্রত দেব রায়৷
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়ে সবাই দাড়িয়ে দু’দেশের প্রতি সম্মান জানায়৷ পরে বাংলাদেশ-ভারত মৈত্রী সংসদ ব্রাহ্মণবাড়িয়া শাখার পক্ষ থেকে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়৷
বিশিষ্ট সমাজসেবক এম.এ.এইচ মাহবুব আলমের সভাপতিত্বে ও তিতাস বার্তার বার্তা সম্পাদক ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সঞ্জীব ভট্টাচার্যের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, তিতাস বার্তার সম্পাদক এম.এ মতিন শানু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ নবী খান পলাশ, সদর যুবলীগের সভাপতি আলী আজম, জেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের আহবায়ক আবুল কালাম আজাদ ভূইয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম আরা দুলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বৈদ্য, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও নিউজ ব্রাহ্মণবাড়িয়া ডট কমের হেড অব নিউজ নাসিফ জাবেদ নীলয় প্রমুখ৷
আলোচনা সভার শেষে এম.এ.এইচ মাহবুব আলমকে সভাপতি ও মিনহাজ নবী খান পলাশকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ-ভারত মৈত্রী সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখার কমিটি গঠন করা হয়৷
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন৷