নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে দুধের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরশহরের বর্ডার বাজার ও কাউতলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ব্রাক্ষণবাড়িয়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর এ কে.এম রেজাউল করিম ভূঁইয়া। এ সময় অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র-৩ ও ৮নং ওয়ার্ড (কাজীপাড়া) কমিশনার মীর মোঃ শাহীন।
এ বিষয়ে স্যানিটারি ইন্সপেক্টর এ কে.এম রেজাউল করিম ভূঁইয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদদূস’র নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত বডার বাজার ও কাউতলী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুধের গুণগতমান ঠিক আছে কিনা সেটির পরীক্ষা করা হয়। তিনি বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।