নিউজ ডেস্ক,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে পৌরশহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বিষয় তুলে ধরেন জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় একটি সরকারি বিশ্ববিদ্যালয়, একটি সরকারি মেডিকেল কলেজ ও সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবী জানান।
এ সময় প্রধানমন্ত্রী উপস্থাপিত সকল দাবী মনযোগ সহকারে শুনেন। পরে প্রধানমন্ত্রী আগামী ৭ জানুয়ারী নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আইনমন্ত্রী এড. আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ক্যাপেন্ট অব: এবি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল – আশুগঞ্জ) সাংসদ শাহজাহান আলম সাজু, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জনসভা উপলক্ষে জেলার নয়টি উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিলসহ ব্যানার ফেস্টুন নিয়ে জনসভায় উপস্থিত হয়। এতে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।