নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান ও অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন।
বই উৎসবে জেলার ৯ টি উপজেলায় ২ হাজার ৫৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ লক্ষ ৩ হাজার ৫৯৬ জন শিক্ষার্থীর মাঝে ৬২ লক্ষ ১৩ হাজার ৩৫৫ টি বই বিতরণ করা হয়েছে। এদিকে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।