নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সোহাগপুর গ্রামের সফর পাড়ায় এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতরা হলেন, মৃত ইদ্রিস মিয়ার ছেলে জামাল মিয়া, মনির মিয়া, জাহাঙ্গীর আলমের ছেলে জসীম উদ্দিন, মৃত মন্নাফ মিয়ার ছেলে শামীম মিয়া, দ্বীন ইসলাম, মৃত কালা মিয়ার ছেলে ওয়ালী মিয়া, শাহাজাহান মিয়ার ছেলে মোনায়েম মিয়া, নাসির মিয়ার ছেলে নিজাম উদ্দিন, মানিক মিয়ার ছেলে আশিক মিয়া ও মিজান মিয়ার ছেলে মারুফ মিয়া।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে গুরুত্বর আহত জামাল মিয়া, জসীম উদ্দিন ও নিজাম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়াল মিয়া ও জসীম উদ্দিনের পরিবারের মধ্যে দীর্ঘ দিন যাবৎ বসতবাড়ির জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জেরে বৃহস্পতিবার বেলা ১২ টায় সরকারি সার্ভেয়ার বাড়ির সীমানা নির্ধারণ করতে গেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে উভয় পক্ষের লোকজন আহত হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো পর্যন্ত কোন পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।