Advertisement

গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৮৬।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চুরি করায় গাছে বেধে পিটিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ফরদাবাদ গ্রামের একটি গাছে বাধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম মুমিন (৪০)। মুমিন উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরে আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে ফরদাবাদের ধনু মিয়ার বাড়িতে গরু চুরি করতে যায় মুমিন। গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি গরু ডেকে উঠলে ধনু মিয়া টের পেয়ে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন এসে মুমিনকে আটকে গণপিটুনি দিয়ে গাছের সাথে বেধে রাখে। পরে ৯৯৯’ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছে বাধা অবস্থায় মুমিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আরো জানান, নিহত মুমিনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তাকে স্থানীয়রা মুমিন চোরা বলে ঢাকতেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকেলে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com