নিউজ ডেস্ক,
ভলান্টিয়ার ফর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্দ্যোগে দিনব্যাপি বজ্য ব্যবস্থাপনা সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫সেপ্টেম্বর) জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিবিডি চট্রগ্রাম ডিভিশনের সহ-সভাপতি মাইশা ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তফসিরুল ইসলাম। ইভেন্টের লিডার ও কো-লিডারের দায়িত্বে ছিলেন জসিম মিয়া, শাহিদুল আলম সাওন ও ইসরাত জাহান।
এ সময় ভিবিডি ব্রাহ্মবাড়িয়ার প্রশিক্ষকদের মাধ্যমে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বজ্য ব্যবস্থাপনা, জলাবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, কম্পোস্টিং ও পূর্ণব্যবহার সম্পর্কে ধারণা দেয়া হয়।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিবিডি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, বর্তমান সহ-সভাপতি টি.এম আকরাম, সাধারণ সম্পাদক ফজলুল করিম, প্রজেক্ট অফিসার তৌফিকুল ইসলাম, এইচআরও নিলুফা ইসলাম, ট্রেজারার সাদিয়া চৌধুরী, কমিটি মেম্বার আরমান, নিয়ামুল, সাথী, জসিম মিয়া, জেনারেল মেম্বার শাওন, মীম, সাইফ, ইসরাত জাহান, অভিন।