নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা সমাজসেবা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন প্রমূখ।
সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এবং তাদের জীবন মান উন্নয়নে নানামূখী উদ্যোগ বাস্তবায়ন করছেন। যার ধারাবাহিকতায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক ভাতা নিশ্চিত করা হচ্ছে।