নিউজ ডেস্ক,
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ নামক স্লোগানকে সামনে রেখে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ভিবিডি ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবকরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেইনগেট ফলকের সামনে ক্যাম্প তৈরী করে তিন টিমের সমন্বয়ে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা এবং লিফলেট পৌঁছে দেয়। এসময় স্বেচ্ছাসেবকরা ডেঙ্গু প্রতিরোধে কী কী করণীয় সে সম্পর্কে তাদের অবগত করেন।
ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, ভিবিডি ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, বর্তমান সাধারণ সম্পাদক ফজলুল করিম রাসেল, সহ-সভাপতি টি.এম আকরাম, প্রজেক্ট অফিসার তৌফিকুল ইসলাম, এইচআর অফিসার নিলুফা ইসলাম, কোষাদক্ষ সাদিয়া চৌধুরী, কমিটি মেম্বার নাসিফ জাবেদ নীলয়, নিয়ামুল হক, জসিম মিয়া, সাবিকুন্নাহার সাথী, সাবিকুন্নাহা মিম, তানিয়া, সাধারণ সদস্য গোলাম শাখাওয়াত, পারু আক্তার, রীনা খান প্রমুখ।
এ বিষয়ে ভিবিডি ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফজলুল করিম রাসেল নিউজ ব্রাহ্মণবাড়িয়াকে বলেন, আজকে আমরা ভিবিডি ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা মিলে সরকারি কলেজের শিক্ষার্থীদেরকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা দেই এবং তাদের কাছে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করি। আমাদের একটাই উদ্দেশ্য মানুষদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা। কারণ দেশে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। তাই ভিবিডির হেড অফিসের নির্দেশনা অনুযায়ী আমরা আজ এ ক্যাম্পেইনটি করি।
তিনি আরো বলেন, পরে আমরা ভিবিডি ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা জেলা সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আজকের ইভেন্ট সম্পর্কে অবগত করি এবং পরবর্তীতে সচেতনতামূলক বিভিন্ন ক্যাম্পেইনে আমাদেরকে যেন স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগানো হয় সে বিষয়েও কথা হয়। তিনি আমাদের আজকের এ কাজকে সাধুবাদ জানিয়েছে।