নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় এ মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশে তিন গ্রামের অন্তত ৫শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
৭নং রামরাইল ইউনিয়নের বিট পুলিশ ইউনিট ইনচার্জ মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম, রামরাইল ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান সেলিম, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মাদকের ছোবলে দেশের তরুণ যুবশক্তি এখন হুমকির মুখে। মাদকের হাত থেকে সম্ভাবনাময় তরুণ সমাজকে রক্ষা করতে জনসাধরণকেও সচেতন ভুমিকা পালন করতে হবে। যেখানে মাদকের সন্ধান মিলবে সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং মাদক বিষয়ে যে কোনো তথ্য পুলিশকে জানাতে হবে।
পরে প্রধান অতিথি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বিজেশ্বর গ্রাম হতে তিতাস নদীর পার পর্যন্ত পনে দুই কোটি টাকার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।