নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঝড়ে গাছ উপড়ে পড়ে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) দুপুরে নবীনগর পৌরসভার কোনাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতে নাম আলী আহমেদ (৩৫)। তিনি উপজেলার বড়িকান্দি ইউনিয়নের তালতলা এলাকার আলী আকবরের ছেলে।
নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, নবীনগর পৌর এলাকা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি যাচ্ছিল। কোনাঘাট এলাকায় পৌঁছালে ঝড় শুরু হয়।
তিনি আরও জানান, ঝড়ে একটি জামগাছ সেই অটোরিকশার ওপর পড়ে। এতে চালক আলী আহমেদসহ গাড়িতে থাকা যাত্রীরা আহত হন। খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে গাছটি সরিয়ে চালকসহ যাত্রীদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ বিষয়ে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, চিকিৎসাধীন অবস্থায় গাড়ি চালক আলী আহমেদ মারা যান। নিহতের মরদেহ হাসপাতালে মর্গে রাখা আছে।