Advertisement

সুষ্ঠু নির্বাচনে অগ্নি সন্ত্রাস হলে বিএনপির সন্ত্রাসীদের দোষ – আইনমন্ত্রী

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩০৫।

নিউজ ডেস্ক

কসবায় প্রাথমিক শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কসবা উপজেলার পানিয়ারুপে সিরাজুল হক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষকদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী এড. আনিসুল হক।

এসময় আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। বর্তমান সরকার সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করেছে। সেই নির্বাচনে যদি কেউ না আসে, আর নির্বাচনে যাওয়ার সময় যদি কেউ অগ্নি সন্ত্রাস করে তাহলে সে দোষ আওয়ামলীগের বা জনগনের নয়। সেই দোষ বিএনপির সন্ত্রাসীদের। আগামী নির্বাচন (২০২৪ সাল) কমিশন যেদিন সময় দিবেন সেই দিনই বাংলাদেশে সুষ্টু নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, দুর্নীতির দায়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত মামলায় বেগম খালেদা জিয়ার কারাদন্ড হয়েছে। জননেত্রী শেখ হাসিনার মহানুভবতায় তাকে শর্ত সাপেক্ষে তাকে জামিনে মুক্তি দেয়া হয়। শর্তানুযায়ী তিনি দেশে চিকিৎসা নিবেন, বিদেশে যেতে পারবেন না।

অনুষ্ঠানে কসবা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এইচ.এম সারওয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রাশেদুল ভূইয়া কাওসার জীবন প্রমূখ।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com