Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় অতি গরমে ফের ট্রেন লাইন বাঁকা, ডাউনলাইনে চলাচল স্বাভাবিক

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩২৪।

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামূখী আপলাইন ট্রেন চলাচল স্বাভাবিক করার ১৬ ঘন্টা পর ফের একই স্থানে অতি গরমে লাইন বেঁকে যাওয়ায় আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। শনিবার সকাল ১০ টায় উপকূল এক্সপ্রেস ট্রেন শহরতলীর দাড়িয়াপুর অতিক্রম করে। এর কিছুক্ষণ পরই বেলা ১১ টার দিকে লাইনটি আবার বেঁকে যায়। এতে চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামূখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাষ্টার রফিকুল ইসলাম জানান, সকালে অতি গরমের কারণে আপলাইনে মেরামত করা রেল লাইনটি পুণরায় বেঁকে যায়। এতে ঢাকামূখী আপলাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, ডাউন লাইনের অবস্থাও ভাল নয়। গরমে ডাউন লাইনটিও বেঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা উর্ধ্বতন মহলের নির্দেশে ৩০ কিলোমিটার গতিসীমায় ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি। তবে রেল লাইন ঠান্ডা না হওয়া পর্যন্ত মেরামত কাজ করা যাবে না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামূখী মালবাহী কন্টেইনার (বিএফসিটি ৬০১) ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। রেলওয়ে বিভাগ জানায়, গরমে লাইন বেকে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটে। এরপর রেলওয়ে বিভাগ ৩০ ঘন্টার তৎপরতা চালিয়ে গতকাল (শুক্রবার) রাতে ঢাকামূখী আপলাইনে ট্রেন চলাচলের উপযোগী করলেও আজ (শনিবার) সকাল থেকে আবার বন্ধ হয়ে পড়ে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com