Advertisement

ভুল চিকিৎসায় কলেজ ছাত্রের মৃত্যু, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩০৪।

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে নাকের পলিপাসের অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় ইসতিয়াক আহমেদ ইকরাম (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় প্রধান আসামীর গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সোমবার দুপুরে শহরের কাউতলী এলাকায় নিহতের স্বজন ও এলাকাবাসী এ মাননবন্ধন করে।

মানববন্ধনে নিহত ইকরামের ভাই ছাড়াও এলাকার বিপুল সংখ্যাক মানুষ উপস্থিত র্ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভুল চিকিৎসায় নিহতের ঘটনার এক সপ্তাহেরও বেশী সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত আল খলিল হাসপাতাল ও এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের প্রধান অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। এসময় অবিলম্বে ডাক্তার ফৌজিয়া মমতাজ সুপ্তিসহ বাকী আসামীদের দ্রুত গ্রেফতারেও দাবি জানান তারা।

উল্লেখ, গত ১৮ র্মাচ ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলরোড এলাকায় অবস্থিত আল-খলিল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে নাকের পলিপাসের অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় ইসতিয়াক আহমেদ ইকরাম নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠে আসে।

এ ঘটনায় নিহতের বড় ভাই বাচ্চু মিয়া ছয়জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে তিন জন আসামী জেল হাজতে রয়েছেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com