১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৩ ইং

বিদেশী রিভলবারসহ আটক ২

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিদেশী রিভলবার ও নগদ ৮,৫০০ টাকাসহ দুই যুবক কে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প। বুধবার রাতে জেলা শহরে ঘাটুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।

আটকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খৈয়াসার গ্রামে মৃত মোঃ শামসু মিয়ার ছেলে মান্না (২৫), এবং শহররে কাজীপাড়া মৌলভী হাটির মোঃ সামসু উদ্দিনের ছেলে শফিউল আলম সাগর (২৪)।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, র‌্যাব গোপন সংবাদ পাই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ঘাটুরা এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় চলছে। সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ঘাটুরা লতিফিয়া জামে মসজিদের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

এসময় ০১টি বিদেশী রিভলবার ও অস্ত্র ক্রয়ের জন্য আনা নগদ ৮,৫০০/-(আট হাজার পাঁচশত) টাকা’সহ মান্না ও শফিউল আলম সাগর কে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com